স্পোর্টস ডেস্কঃ ডেনমার্ককে ধরা হচ্ছে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স। তবে দলটির শুরুটা তেমন ভালো হলো না। তুলনামূলক খর্বশক্তির দল তিউনিশিয়ার কাছে পয়েন্ট খুইয়েছে ডেনমার্ক। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। যার ফলে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচটিতে ভাগাভাগি হলো পয়েন্ট। এবারের বিশ্বকাপে প্রথম গোলশূন্য ড্র ম্যাচ এটি।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচটিতে দুই দলই নিজেদের গোলবার আগলে রেখেছে। পরিসংখ্যানের হিসাবে ম্যাচে আধিপত্য ছিল ডেনমার্কেরই। দুই দলই সুযোগ পেয়েছিল গোল করার। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় সেটি আর হয়নি। এছাড়া অফসাইডের বেড়াজালও ছিল।
সব মিলিয়ে ম্যাচের ৬২ শতাংশ বল দখলে রেখেছে ড্যানিশরা। প্রতিপক্ষের অর্ধে ডেনমার্ক শট নিয়েছে সর্বমোট ১১টি। এর মধ্যে ৫টি অন টার্গেটে রাখতে পেরেছে। এদিকে ৩৮ শতাংশ বল দখলে ছিল তিউনিশিয়ার। সব মিলিয়ে প্রতিপক্ষের অর্ধে ১৩টি শট নিয়েছে দলটি। তবে গোল পোস্টে ১টি মাত্র রাখতে সক্ষম হয়েছে।
এই ম্যাচে ৩-৫-২ ফরমেশনে খেলতে নামে ডেনমার্ক শিবির। ডেনমার্কের শুরুর একাদশে ছিলেন এরিকসেন, অ্যান্ডারসন, ডেলানিরা। অপরদিকে তিউনিশিয়া খেলতে নামছে ৩-৪-২-১ ফরমেশনে। দুই দলই ভালো ফুটবল উপহার দিয়েছে। তবে গোলের খেলা ফুটবলে গোলটাই হয়নি শেষ পর্যন্ত। র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ডেনমার্ককে রুখে দিল তিউনিশিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা