প্রথম ম্যাচে হেরে গেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিলেট জেলা দল

0
84

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিলেট জেলা দল এবার প্রথম ম্যাচে হেরে গেছে। নড়াইলে পিরোজপুর জেলা দল ২ উইকেটে হারিয়েছে সিলেট জেলা দলকে। টায়ার একে গত মৌসুমে দীর্ঘ ২৮ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিলো সিলেট।

নড়াইল স্টেডিয়ামে আগে ব্যাট করা সিলেট ইমরানের হাফ সেঞ্চুরিতে ১৯৬ রান তুলে। জবাবে খেলতে নামা পিরোজপুর ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলে।

টস হেরে ব্যাট করতে নামা সিলেট ইমরানের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন হাফ সেঞ্চুরিয়ান ইমরান উদ্দিন। ৭৭ বলে চার চার ও দুই ছক্কায় সাজান নিজের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন কাইয়ুম। ওপেনার মাজেদ করেন ২৭ রান।

পিরোজপুরের হয়ে ফারাজ ও মার্টিন ২টি করে উইকেট লাভ করেন।

১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা পিরোজপুর জেলা দল ৪৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন পান্না মিয়া। ৪১ রান করেন আল ইমরান। এছাড়াও ৩৯ রান করেন মিজানুল।

সিলেটের হয়ে ইমরান, রাসেদ ও অহীন ২টি করে উইকেট লাভ করেন।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও সিলেটের এবারের দলটি তরুণ। চ্যাম্পিয়ন দলের কোনো সদস্যই নেই এবারের দলে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here