স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ ওপেনে আজ ছেলেদের প্রথম রাউন্ডে আলেক্সান্দার জভেরেভের কাছে হেরে বিদায় নিয়েছে রাফায়েল নাদাল। সোমবার ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমের হারে বিদায় নিয়েছেন প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল।
প্রথম দুই সেট হেরে যাওয়ার পর তৃতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নাদাল। তবে পারেন নি। স্প্যানিশ কিংবদন্তি রোঁলা গারোয় মাত্র চতুর্থবারের মতো কোনো ম্যাচের প্রথম সেটে হারলেন। তাঁকে হারানোর মধ্য দিয়ে জভেরেভ দ্বিতীয় রাউন্ডে ওঠার পাশাপাশি একটি তালিকায়ও নাম লেখালেন। ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় খেলোয়াড় হিসেবে নাদালকে হারালেন জভেরেভ। ২০০৯ সালে রবিন সোডারলিংয়ের পর ২০১৫ ও ২০২১ সালে নাদালকে হারিয়েছেন নোভাক জোকোভিচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post