প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটে রাহী যেখানে তৃতীয়

0
762

নিজস্ব প্রতিবেদকঃ ২৫তম জাতীয় ক্রিকেট লিগে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন সিলেট বিভাগের পেসার আবু জায়েদ রাহী। বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের ঘরে নাম লিখিয়েছেন ডানহাতি এই বোলার। রোববার সিলেটের এই পেসার চলমান জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট আছে স্পিনার আবদুর রাজ্জাকের। তিনি রেকর্ড (৬০১) উইকেট শিকারি। এদিকে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শরিফ। মর্যাদার সাদা পোশাকে ১৮ বছরের ক্যারিয়ার শেষে এই পেসারের উইকেট ৩৭৪টি। এই তালিকায় পরের নামটি অভিজ্ঞ ফরহাদ রেজার। ৩১২ উইকেট তাঁর। তাদের চেয়ে বেশি উইকেট শিকারি যারা তারা সবাই স্পিনার।

প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে ১২ বার ৫ উইকেট পেয়েছেন রাহী। যার সবশেষটি রংপুরের বিপক্ষে সিলেট বিভাগের ইনিংস ও ২৬ রানের ব্যবধানে জয়ের ম্যাচে। আর এই ম্যাচ দিয়ে শরিফ-রেজার পর দেশের তৃতীয় পেসার হিসেবে ৩০০ প্রথম শ্রেণির উইকেট শিকারির তালিকায় নাম লেখালেন তিনি। রাহী দুই ইনিংস মিলিয়ে রংপুরের ৭ উইকেট নিয়েছেন। ম্যাচে দারুণ বোলিং করেছেন সিলেটের আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদও। দুই ইনিংসে ৬ উইকেট নেন তিনি। তাতে চলতি লিগে প্রথম জয়ের স্বাদ পায় সিলেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here