স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডি টেস্টের শেষ ইনিংসে ১৮৫ রানের লক্ষ্যে বাংলাদেশ শুরুটা করে দারুণ। জাকির হাসানের আগ্রাসী ব্যাটিংয়ে রান উঠতে থাকে দ্রুততায়। কিন্তু বাধ সাধে প্রকৃতি। ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান রান করার পর আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। পরে বৃষ্টি নেমে শেষ করে দেয় দিনের খেলা।
সাদমান একপ্রান্ত আগলে খেললেও জাকির ছিলেন আগ্রাসী। ২৩ বলে ২ চার ও ২ ছয়ে করেন ৩১ রান। আর ৭ ওভার শেষে বাংলাদেশ করে ৪২ রান। জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান। অক্ষত আছে সবকটি উইকেট। এদিকে আজ টেস্টের পঞ্চম দিনে (মঙ্গলবার) পিন্ডির আকাশে বৃষ্টি থাকবে বলে জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে।
স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে টেস্টের ৫ম দিনের খেলা। ওয়েদার ডট কম জানাচ্ছে এই সময় রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। যদিও অন্যান্য কিছু আবহাওয়া ওয়েবসাইট জানাচ্ছে, সকাল ১০টা নাগাদ বৃষ্টির জোর সম্ভাবনা নেই। তবে বেলা ১১টার পর থেকে বজ্রপাতসহ বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। তবে বৃষ্টি কথাি মাথায় রেখে দিনের প্রথম সেশনেই ম্যাচ শেষ করার ইচ্ছের কথা জানিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। তিনি বলেন, ‘এটা আসলে বলা মুশকিল। তবে যদি বৃষ্টি না হতো আমরা চেষ্টা করতাম যে আজকের মধ্যে কীভাবে শেষ করা যায় অথবা প্রথম সেশনে কীভাবে কালকে শেষ করা যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০