স্পোর্টস ডেস্কঃ প্রথম স্প্যানিশ টেনিস তারকা হিসেবে ডব্লিউটিএ শিরোপা জিতলেন গার্বিন মুগুরুজা। ২৮ বছর বয়সী টেনিস তারকা ৬-৩, ৭-৫ হারালেন অ্যানেত কোন্তাভিয়েতকে। এর আগে মন্টেরেরি ওপেন জিতেছেন টানা দু’বার।
মেক্সিকোতে খেলার সুবিধা জানিয়ে মুগুরুজা বলেন, ‘আমার ম্যানেজার অলিভার বলেছিল, মুগুরুজা তুমি দারুণ ভাবে সমর্থন পাচ্ছো। সমর্থকরাই তোমার মধ্যে এনার্জি ভরে দিচ্ছে। এটাকে আরও বেশি করে কাজে লাগাও। আমার কাছে এটা একটা বড় শিক্ষা ছিল। গ্যালারির কাছ থেকে পাওয়া এনার্জি নিজের খেলায় আরও বেশি করে ব্যবহার করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০