স্পোর্টস ডেস্কঃ অলিম্পিকে সাইক্লিংয়ের বিএমএক্স ফ্রিস্টাইলে আর্জেন্টিনাকে স্বর্ণ এনে দিলেন হোসে তোরেস গিল। এই ডিসিপ্লিনে তিনি ৯৪.৮২ স্কোর গড়ে জিতেছেন স্বর্ণপদক। এদিকে এই ডিসিপ্লিনে ফ্রান্সের অ্যান্থনি জিনজিন রৌপ্য এবং গ্রেট ব্রিটেনের কিরন রেইলি ব্রোঞ্জ জিতেছেন। তারা যথাক্রমে স্কোর গড়েছেন ৯৩.৭৬ এবং ৯৩.৭০।
এদিকে অলিম্পিকের প্যারিস আসরে এটি আর্জেন্টিনার প্রথম পদক। তবে এটি অলিম্পিকের সাইক্লিংয়ে দেশটির দ্বিতীয় কোনো পদক, এর আগে ২০০৮ আসরে ওয়াল্টার পেরেজ ও জুয়ান কুরুসেট যৌথভাবে পদক জিতেছিলেন। এদিকে দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম সোনা!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post