প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ

0
87

স্পোর্টস ডেস্কঃ এবারের লা লিগায় প্রথম হারের স্বাদ পেল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সোমবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে রায়ো ভায়োকানো। হারের পর ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

ম্যাচের শুরুতেই নিজেদের প্রথম আক্রমণ থেকেই রিয়ালকে স্তব্ধ করে দেয় ভায়োকানো। দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কমেসানা। ৩৭তম মিনিটে ভায়োকানোর বক্সে মার্কো অ্যাসেনসিও ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সমতায় ফেরার পরক্ষণেই এগিয়ে যায় রিয়াল। দারুণ হেডে দলকে এগিয়ে নেন এদের মিলিতাও।

বিরতির আগেই অবশ্য সমতা ফেরায় ভায়োকানো। আলভারো গার্সিয়ার বুলেট গতির ভলিতে বল গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাত ছুঁয়ে জালে জড়ায়। ৬৪তম মিনিটে রিয়ালের ডি-বক্সে দানি কারভাহালের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথম দফায় অস্কার ত্রেহোর শট ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। কিন্তু কারভাহাল আগেই পেনাল্টি অঞ্চলে ঢুকে পড়ায় পুনরায় পেনাল্টি নিতে দেন রেফারি। এবার আর ভুল করেননি ত্রেহো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here