প্রদশর্নী ম্যাচ খেলতে পাকিস্তান গেলেন জাহানারা

0
58

স্পোর্টস ডেস্কঃ ভারতে চলছে নারীদের আইপিএল। শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দলের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে এবছর থেকে শুরু হওয়ার কথা নারীদের পিএসএলও। তবে এখনও আনুষ্ঠানিকতা দেখা যায়নি। নারীদের পিএসএলের প্রস্তুতির অংশ হিসেবেই এবার তিনটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলের চলমান আসরের মাঝেই আগামী ৮, ১০ ও ১১ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ আয়োজিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে অবস্থিত পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। সন্ধ্যা ৭টায় আবার ছেলেদের পিএসএল চলবে। এর মধ্যে প্রথম ম্যাচটি ৮ মার্চ নারী দিবস হিসেবে উৎসর্গ করা হবে। দ্বিতীয় ম্যাচটি উৎসর্গ করা হবে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের।

দুটি দল অংশ নিবে এই প্রদশর্নী ম্যাচে। সেই দুটি দল হলো অ্যামাজনস ও সুপার উইমেন। পাকিস্তানের ক্রিকেটার ছাড়াও ৭ দেশ থেকে ১০ জন বিদেশি নারী ক্রিকেটারও খেলবেন। ডাক পেয়েছেন জাহানারা আলমও। টাইগ্রেসদের এই পেসার খেলবেন নিদা দারের নেতৃত্বাধীন সুপার উইমেনের হয়ে। তিনি ইতিমধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন।

সুপার উইমেন দলের বাকি বিদেশিরা হলেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের ড্যানি ওয়েট, দক্ষিণ আফ্রিকার লরা ভালভার্ট ও নিউজিল্যান্ডের লিয়া তাহুহু। এদিকে অ্যামাজনসকে নেতৃত্ব দেবেন বিসমাহ মারুফ। সেই দলে বিদেশি ক্রিকেটাররা হলেন ইংল্যান্ডের লরেন উইনফিল্ড-হিল, ট্যামি বিউমন্ট ও মাইয়া বাউচার, অস্ট্রেলিয়ার টেস ক্লিনটফ এবং আয়ারল্যান্ডের লরা ডেলানি।

১০ তারকা বিদেশি ছাড়াও পাকিস্তানের ২০ জন শীর্ষস্থানীয় ক্রিকেটার, অনূর্ধ্ব-১৯ দলের ৪ ক্রিকেটার ও উদীয়মান ক্রিকেটার ২ জনকে রাখা হয়েছে। একাদশে সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার এবং সর্বনিম্ন ৩ জন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। এর বাইরে অন্তত ১ জন উদীয়মান ক্রিকেটারকে খেলাতে হবে একাদশে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here