প্রধানমন্ত্রীর ডাকে তামিম ইকবাল এখন গণভবনে

0
101

স্পোর্টস ডেস্কঃ হুট করেই অবসরে চলে যাওয়া তামিম ইকবালকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাঁকে ডেকেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতোমধ্যে গণভবনে অবস্থান করছেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।

আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঢাকায় ফিরে ১৮ জুলাই পারিবারিক সফরে তামিম চলে যাবেন দুবাই। সেখানে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর পর আবারও দেশে ফিরবেন সাবেক এই ক্রিকেটার।

এদিকে সকালে ঢাকায় আসা তামিম দুপুরে গেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে। সেখানে তার সঙ্গে আছেন সাবেক ওয়ানডে অধিনায়ক ও এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে একটি ঘনিষ্ঠ সুত্র। এর আগে বৃহস্পতিবার তামিমের আকস্মিক অবসরের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গত রাতেই জরুরি বৈঠক ডেকে তামিমের অবসর প্রসঙ্গে আলোচনা করেছে বোর্ড। বৈঠক শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অবসর ভেঙে দলে ফেরার জন্য তাকে অনুরোধ করবে বিসিবি। বোর্ড সভাপতির এই বক্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই গণভবনে ডাক পেলেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক।

গত রাতে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘আমরা চাই তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক। সে আমাদের কাছে কোনো রিজাইন লেটার পাঠায়নি। আমরা চাই সে ফিরে আসুক।’ পাপন আরও বলেন, ‘এখন কোন স্থায়ী অধিনায়ক দিচ্ছি না। যে ভাইস ক্যাপ্টেন আছে সেই লিটন দাস অধিনায়কত্ব করবে। আমাকে যদি এখনো জিজ্ঞেস করেন বিশ্বকাপের জন্য, এশিয়া কাপের জন্য তামিম ঠিক পছন্দ। আমরা অপেক্ষা করব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here