স্পোর্টস ডেস্ক: খ্রব দ্রুতই ভাগ্যটা বদলে গেলো মেহেদী হাসান মিরাজের। মাত্র ১৯ বছর বয়সে বৃটিশ বধের নায়ক করেছেন অনেক রেকর্ড। হয়েছে বাংলাদেশের সেরা একজন তারকা, বিশ্ব ক্রিকেটের তারকা। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে চমকে দিয়েছেন বিশ্বকে।

সেই মিরাজকে নিয়ে সরগরম সংবাদ মাধ্যমগুলো। মিরাজের অতীত থেকে শুরু করে তার বেড়ে উঠা সবই উঠে আসছে গণমাধ্যমে। বাদ যায়নি তার বাসস্থানের খবর।

মিরাজরা খুলনা শহরের খালিশ পুরে ভাড়া বাসাতেই থাকেন। টিনে ছাউনী, বাঁশের বেড়ার ঘর তাদের, দেখলে কেউ বিশ্বাস করবেন না এটি ঐতিহাসিক জয়ের নায়কের বাসা। এ বাসাতেই বেড়ে উঠেছেন তিনি। যেখানে সামান্য বৃষ্টি হলেই পানিতে থই থই যায় চারিদাক। কাদায় একাকার হয় চারপাশ।

তবে এবার বদলে যাচ্ছে মিরাজদের বাসার চিত্র। ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রীর নির্দেশনায় বদলে যাবে মিরাজদের বাসা। এরই মধ্যে মিরাজদের বাসা নির্মান করে দিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে খুলনা জেলা প্রশাসক মিরাজদের বাসা নির্মাণের তৎপরতা শুরু করে দিয়েছে। এবার হয়তো আর পরের ভাড়া বাসাতে থাকতে হবে না মিরাজদের। থাকতে হবে না্ সামান্য বৃষ্টিতে কাদায় একাকার হয়ে যাওয়া টিনের ছাউনী, বাঁশের বেড়ার ঘরে।

প্রধানমন্ত্রীর দপ্তরের প্রেস উইং থেকে গণমাধ্যমকে বিষটি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসা সরকারি খরচে নির্মাণ করে দিতে নির্দেশ দিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here