স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বেশ ঘনিষ্ঠতা আছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। সম্প্রতি সুইজারল্যান্ডে ফিফা প্রধানের সাথে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার।
সাক্ষাতে ফিফা প্রধান জিয়ান্নি বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। আগামি মার্চের মধ্যেই বাংলাদেশে আসবনে ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রদান। জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই।”
গতকাল বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেন তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরের খবরটি জানানো হয়েছে। ফিফা প্রধান বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে অর্থায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রধান উপদেষ্টা বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো সুবিধা সহায়তা চাওয়ার পর সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন, “ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায়।”
আমন্ত্রিত হয়েও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফরে যেতে না পারায় দুঃখ প্রকাশ করে ইনফান্তিনো জানান, “সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০