প্রধান কোচকে ছাড়াই শ্রীলঙ্কায় পৌঁছাল ফিঞ্চ-স্মিথ-স্টার্করা

0
16

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ ৫ বছর পর সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেল অস্ট্রেলিয়া দল। বুধবার ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে দ্বীপরাষ্ট্রটিতে পৌঁছেছে অজিরা। শুরুতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল উড়াল দিয়েছে সিরিজ খেলতে।

তবে ফিঞ্চ-স্মিথ-স্টার্কদের সাথে এই সিরিজের জন্য শুরুতে যেতে পারেননি প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। করোনা পজেটিভ হয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। শ্রীলঙ্কা সফরের ঠিক আগমূহুর্তে এই করোনায় আক্রান্ত হলেন তিনি। যা দলের জন্য দুঃসংবাদই বটে। করোনা পজেটিভ হওয়ায় আপাতত অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি ম্যাকডোনাল্ডের।

তিনি বর্তমানে আইসোলেশনে থাকবেন নিজ দেশেই। সপ্তাহখানেক পর করোনা নেগেটিভ হলেই উড়াল দিবেন দ্বীপরাষ্ট্রে। আগামী ৭ জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তবে ধারণা করা হচ্ছে ম্যাকডোনাল্ড যোগ দেবেন সিরিজের ৮ জুন দ্বিতীয় টি-টোয়েন্টির আগে।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বীপাক্ষিক সিরিজের সূচি

৭ জুন- প্রথম টি-টোয়েন্টি (কলম্বো)
৮ জুন- দ্বিতীয় টি-টোয়েন্টি (কলম্বো)
১১ জুন- তৃতীয় টি-টোয়েন্টি (ক্যান্ডি)

১৪ জুন- প্রথম ওয়ানডে (ক্যান্ডি)
১৬ জুন- দ্বিতীয় ওয়ানডে (ক্যান্ডি)
১৯ জুন- তৃতীয় ওয়ানডে (কলম্বো)
২১ জুন- চতুর্থ ওয়ানডে (কলম্বো)
২৪ জুন- পঞ্চম ওয়ানডে (কলম্বো)

২৯ জুন থেকে ৩ জুলাই- প্রথম টেস্ট (গল)
৮ থেকে ১২ জুলাই- দ্বিতীয় টেস্ট (গল)

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here