স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। মঙ্গলবার রাতে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ লেবানন। কাতারের দোহায় অবস্থিত আল সাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচের স্বাগতিক লেবানন হলেও, যুদ্ধ ও রাজনৈতিক কারণে দেশটিতে ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। যার ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে কাতারে আয়োজিত হচ্ছে ম্যাচটি।
তাই ম্যাচটি বাংলাদেশের জন্য দারুণ সুযোগ। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ায়, দুই দলেরই সমান সুযোগ রয়েছে। আর সেজন্য কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এই মিডফিল্ডারের আশা, বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থক মাঠে আসবেন।
জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাচে আমাদের সমর্থন করতে প্রচুর বাংলাদেশি মাঠে উপস্থিত থাকবেন বলে আশা করি। আমি তাদের বলব, আপনারা সবাই মাঠে আসুন। আমাদের সমর্থন করুন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post