স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড সফরে আগামী বৃহস্পতিবার ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ইতোমধ্যেই একাদশ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। এর আগে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন ভারত পপলি। জন্মগতভাবে তিনি ভারতীয়। যদিও নিউজিল্যান্ডে নিজেকে স্থায়ী করেছেন। ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিসট্রিক্টের হয়ে খেলা এই ব্যাটার ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এদিকে প্রস্তুতি ম্যাচে কিউই দলে তিন জন করে খেলোয়াড় আছেন নর্দার্ন ডিসট্রিকটস, ওটাগো ও অকল্যান্ডের। দুই খেলোয়াড় ওয়েলিংটনের এবং এক ক্রিকেটার সেন্ট্রাল ডিসট্রিকটসের।
নিউজিল্যান্ড একাদশ: ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিংহ, কুইন সানডে এবং জামাল টড।
বাংলাদেশের ওয়ানডে দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post