নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে দুই ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও দুর্দান্ত ঢাকা। আর সেই ম্যাচে ঢাকাকে ১৪ রানে হারিয়েছে রংপুর। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে সেই ম্যাচে লড়াই হয়েছে প্রায় সমানে সমান।
নিজেদের ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করে রংপুর শিবির। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। স্বেচ্ছা অবসরে যাওয়ার আগে ৪৩ বলের সেই ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে। এর বাইরে শামীম পাটোয়ারি ২৪ বলে ৩২ রান করেন। ১০ বলে ২০ রান করেন ওপেনার রনি তালুকদার। ২৫ বলে ২৫ করে স্বেচ্ছা অবসরে যান ইফতি।
ঢাকার হয়ে ৩৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন পেসার তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম ও আরাফাত সানী ১টি করে উইকেট লাভ করেন।
১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকা শেষ পর্যন্ত ২০ ওভারে থামে ৬ উইকেটে ১৬২ রানে। দলের পক্ষে ৪৩ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকলেও, জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি ইরফান শুক্কুর। দলের বিদেশি চতুরঙ্গা ডি সিলভা ১৭ বলে ১টি করে চার ও ছয়ে ২৮ রানের ক্যামিও খেলে রান আউট হন। দুই ওপেনার নাঈম শেখ ২৩ ও সাইফ হাসান করেন ২২ রান।
রংপুরের হয়ে ৩২ রান খরচায় ৩ উইকেট নেন পেসার রিপন মন্ডল। হাসান মাহমুদ ও আশিকুজ্জামান ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post