স্পোর্টস ডেস্কঃ আগামী মাসের শুরুতে ১ ম্যাচের টেস্ট খেলবে ইংল্যান্ড ও ভারত। গেল বছর সবশেষ সফর চলাকালীন সেটি স্থগিত হওয়ায় সিরিজের এক ম্যাচ বাকি ছিল। করোনার অজুহাত দেখিয়ে সেটি না খেলেই ফিরে গিয়েছিল ভারত দল।
সেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত দল। বাকি থাকা সেই টেস্ট ম্যাচ জুলাইয়ের ১ তারিখ থেকে এজবাস্টনে খেলবে দুই দল। তবে সেই ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে সম্প্রতি ভারত। কাউন্টি ক্রিকেটের দল লিচেস্টারশায়ারের বিপক্ষে সেই ম্যাচে স্কোয়াডের প্রায় সব ক্রিকেটারকেই খেলিয়েছেন রাহুল দ্রাবিড়।
চার ক্রিকেটার চেতেশ্বর পূজারা, ঋষভ পন্ত, যশপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণকে তো লিচেস্টারশায়ার দলের হয়ে ভারতের বিপক্ষে মাঠে নামিয়েছেন। যাতে করে সবাই ঠিকঠাক মতো প্রস্তুতির সুযোগ পায়। সব মিলিয়ে প্রস্তুতি ম্যাচে শিষ্যদের পারফম্যান্সে বেশ সন্তুষ্ট প্রধান কোচ দ্রাবিড়। এজবাজস্টন টেস্টে ভালো কিছু করবে দল সেই প্রত্যাশায় এখন তিনি।
দ্রাবিড় বলেন, ‘আমার মতে, আমাদের যা কিছু প্রয়োজন ছিল এবং শুক্রবার (ম্যাচ শুরু হওয়ার দিন) থেকে টেস্ট ম্যাচে ভালো করার জন্য আমাদের প্রস্তুতিতে যা কিছু বাড়তি প্রয়োজন ছিল, সেটা আমরা করতে পেরেছি এবং খুশিও।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা