স্পোর্টস ডেস্কঃ মার্কিন মুল্লুক ও ওয়েস্ট ইন্ডিজে আগামী মাসে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যে টুর্নামেন্টকে সামনে রেখে সবার আগে বিশ্বকাপের দল দিয়েছে নিউজিল্যান্ড। অভিনব আয়োজনে এবারও দল নিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে কিউইরা। তবে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই বিশ্বকাপে খেলতে নামছে দলটি।
যেকোনো বিশ্বকাপ শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে অংশ নেয় দেশগুলো। সেই প্রস্তুতি ম্যাচগুলো খেলে দলগুলো শেষ মূহুর্তে ঝালিয়ে নেয় নিজেদেরকে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো ধরনের প্রস্তুতি ম্যাচ খেলবে না কিউইরা। সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে মাঠে নামবে তারা। আর বিষয়টি নিশ্চিত করেছেন ব্ল্যাকক্যাপস কোচ গ্যারি স্টিড।
মূলত দলের একটি অংশের ক্রিকেটাররা ব্যস্ত আছেন আইপিএলে, আর কিছু ক্রিকেটার এসেছেন পাকিস্তান সফর করে। তাই প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত হয়েছে। নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটারই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন। তাদের সেই অভিজ্ঞতার উপরই আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজম্যান্ট।
গ্যারি স্টিড বলেন, ‘দারুণ শুরু পেতে ওয়েস্ট ইন্ডিজ কঠিন এক জায়গা। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে একসাথে সবাইকে পাওয়া সহজ কাজ নয়। আমরা সেখানে প্রস্তুতির খেলাগুলো খেলব না। আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার গেল দুই মাস ধরে আইপিএলে খেলছে। আমরাও সম্প্রতি পাকিস্তান থেকে ফিরেছি।’
ব্ল্যাকক্যাপস কোচ আরও বলেন, ‘দলে অনেক ক্রিকেটার আছে, যারা আগে সিপিএলে খেলেছেন। আমরা আপাতত তাদের ওপরই ভরসা করছি। ওয়েস্ট ইন্ডিজ গিয়ে প্রথম ম্যাচ থেকেই আমরা যেখানে থাকতে চাই সেখানে থাকার জন্য ও অনুশীলনে আমরা নজর দিচ্ছি।’
এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি, উগান্ডা এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৮ জুন আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কেন উইলিয়ামসনের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post