স্পোর্টস ডেস্ক:: মাত্রই ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরা হয়েছে। ক্রিকেটারদের হাতে বিশ্রামের সময় নয়। দেশে মাত্র দু’এক দিনের অনুশীলনের সুযোগ। জিম্বাবুয়ে গিয়েও অনুশীলনের তেমন একটা সুযোগ নেই। মাত্র দুই দিন পাবেন অনুশীলনের জন্য। ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল।
তবে শুরুতেই টি-২০ সিরিজের খেলা হওয়াতে জিম্বাবুয়ে সফরে আগে যাবে টি-২০ দল। এরপরই ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা যাবেন। আগামি ২৭ জুলাই বুধবার রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ টি-২০ দল। নুরুল হাসান সোহানরা ২৮ জুলাই জিম্বাবুয়েতে পৌঁছাবেন।
৩০ জুলাই থেকেই শুরু হবে টি-২০ সিরিজ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে ৩১ জুলাই। এক দিন বিরতি দিয়ে ২ আগস্ট তৃতীয় টি-২০ ম্যাচ। নতুন অধিনায়ক সোহান তাই দলগত অনুশীলনের খুব বেশি একটা সুযোগ পাবেন না। দ্রুতই তাকে নেমে পড়তে হবে ময়দানি লড়াইয়ে।
সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ সময় প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে টি-২০ সিরিজের খেলা। ওয়ানডে সিরিজ শুরু হবরে ৫ আগস্ট থেকে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৭ আগস্ট ও ১০ আগস্ট অনুষ্টিত হবে এক দিনের সিরিজের শেষ ম্যাচটি। ওয়ানডে দলের সদস্যরা ৩১ জুলাই রাতে ছাড়বেন ঢাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০