প্রাইম ব্যাংককে সহজেই হারিয়ে জয়ে ফিরলো মাশরাফীর রূপগঞ্জ

0
50

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দুই হারের পর আবারও জয়ে ফিরলো লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফী বিন মোর্ত্তাজার দল ৫ উইকেটে হারিয়েছে মিঠুন-মুশফিকদের নিয়ে গড়া তারকাবহুল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। আসরে প্রাইম ব্যাংকের এটি তৃতীয় হার। অপরদিকে রূপগঞ্জের এটি সপ্তম জয়।

সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে পড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় একশ রানের আগেই ৭ ব্যাটারকে হারিয়ে বসে প্রাইম ব্যাংক। তবে ইয়াসির আলি রাব্বির ব্যাটে একশ পারে সম্মানজনক একটি অবস্থানে যায় দলটি।

যদিও দলের পক্ষে সর্বোচ্চ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। ৫০ বলে ৩ বাউন্ডারিতে তিনি ৩১ রান করেন। ৩৮ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৮ রান করে ইয়াসির আলি রাব্বি। ব্যর্থ হন মুশফিকুর রহিম। জাতীয় দলের এই বড় তারকা ৫ বলে এক বাউন্ডারিতে ৫ রান করেন কেবল।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আব্দুল হালিম শিকার করেন ৩ উইকেট। অধিনায়ক মাশরাফী ও সোহাগ গাজী ২টি করে উইকেট লাভ করেন।

১২৯ রানের লক্ষ্যে শুরুটা ভালো করলেও, হুট করে দ্রুত কয়েকটি উইকেট হারিয় বসে রূপগঞ্জ। দলীয় ২৯ থেকে ৫৫ রানের মধ্যে তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে খানিকটা বিপাকে পড়ে দল। তবে চতুর্থ উইকেটে ফারদিন হাসান ও ইরফান শুক্কুর ৫৪ রানের জুটি গড়ে দলের জয় সহজ করে দেন। ৩১ বলে ৬ বাউন্ডারিতে ৩৪ রান করা শুক্কুরের বিদায়ে ভাঙে সেই জুটি।

দলের জয় প্রায় নিশ্চিতের পথে। তখনই আউট হন ফারদিন। তবে এর আগে খেলে যান ৬৪ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৭ রানের ইনিংস। অল্পের জন্য মিস হয় ফিফটি। তবে চিরাগ জনির অপরাজিত ৭ ও রাজিবুল হাসানের অপরাজিত ১ রানে ভর করে ১৫২ বল হাতে রেখে ২৪.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

প্রাইম ব্যাংকের হয়ে রেজাউর রহমান রাজা ও একাদশে ফেরা শেখ মেহেদী হাসান ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here