প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ম্যান ইউকে হারাল রিয়াল মাদ্রিদ

0
67

স্পোর্টস ডেস্কঃ প্রাক মৌসুম প্রস্তুতিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রে সফররত দলটি আজ হারিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। বৃহস্পতিবার সকালে রিয়াল জিতেছে ২-০ গোলে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড পারিশ্রমিকে মাদ্রিদের দলে যোগ দেওয়া জুড বেলিংহাম ম্যাচের ৬ মিনিটেই গোল করেন।

অ্যান্তনিও রুডিগারের বাতাসে ভাসানো পাস দারুণভাবে দখলে নিয়ে ম্যান ইউ গোলরক্ষক আন্দ্রে ওনানার মাথার ওপর দিয়ে ‘চিপ’ করে গোল করেন বেলিংহাম। গোল করেছেন মৌসুমের নিউ সাইনিং জোসেলু। এখন পর্যন্ত করিম বেনজেমার বিকল্প স্ট্রাইকার স্পেনের এই জোসেলু। দুই নতুন ফুটবলারের গোলে স্বস্তির জয় রিয়ালের।

এই ম্যাচে দুই দলই তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে। কিছুদিন আগেই বিশাল অর্থ ব্যয় করে ইন্টার মিলান থেকে আনা গোলরক্ষক ওনানাকে শুরুর একাদশে খেলায় ম্যানচেস্টার। আর রিয়ালের শুরুর একাদশেই ছিলেন বেলিংহাম এবং নতুন সাইনিং লেফট ব্যাক ফ্রান গার্সিয়া। তিন দিন আগে এসি মিলানের বিপক্ষে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অভিষেকের পর ইউনাইটেডের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেই বেলিংহাম গোলের খাতা খুলেছেন রিয়ালের হয়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here