নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দেশের ক্রিকেট পাড়া আবারও সরব হয়ে উঠছে। কারা থাকবে, কারা থাকছে না এই নিয়ে সরগরম বিসিবি পাড়া। আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। শুরুতে টেস্ট এরপর বিরতি দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে।
তবে সেই সিরিজের জন্য এখনই দল ঘোষণা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাভাবিকভাবেই আগে টেস্টের দল দেওয়া হবে। কিন্তু, সেটাও আরেকটু দেরীতে হবে। কেননা এর আগে পুরো পূর্ণাঙ্গ সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে। সেই দলে ফিরতে যাচ্ছেন একাধিক তারকা ক্রিকেটার।
বিসিবির এক সূত্র এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরকে জানিয়েছে, টেস্টের বিবেচনায় দলে ফিরছেন নুরুল হাসান সোহান। ওয়ানডে ফরম্যাটের বিবেচনায় আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হচ্ছে দলে। একইসাথে তরুণ পেসার মুশফিক হাসানও ডাক পাচ্ছেন। দলে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরি ও ইয়াসির আলি চৌধুরি রাব্বিও। এর বাইরে সব ফরম্যাটের নিয়মিত মুখরা থাকছেন এই দলে।
যদিও দল ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত করে কিছু বলা যাচ্ছে না। এছাড়া প্রাথমিক দলের পর মূল দলেও তারা থাকবেন কিনা, সেই প্রশ্নও রয়েছে। সব ঠিক থাকলে দুই এক দিনের মধ্যেই শুরু হচ্ছে আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ক্যাম্প হবে।
তবে শুরুর দিকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে পাওয়া যাচ্ছে না, সেটা এক প্রকার নিশ্চিত। তার পরিবর্তে সহকারী কোচ হিসেবে কিছুদিন আগে দায়িত্ব পাওয়া নিক পোথাস সবকিছু দেখাশোনা করবেন। এর বাইরে ফিল্ডিং কোচ শন ম্যাকডরমেট ছাড়া কোচিং স্টাফের বাকিদের শুরু থেকেই পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলতে মুমিনুল-সোহান-শরিফুলসহ অনেক ক্রিকেটারই আছেন এখন সিলেটে। তাই ক্যাম্পের শুরুর দিকে তাদেরকে পাওয়া যাবে না। এর মধ্যে ক্যারিবিয়ানদের বিপক্ষে সোহান-রাব্বিদের পারফর্ম্যান্স বিবেচনা করে মূল দল তাদের জায়গা দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচকরা।
উল্লেখ্য, আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানরা। ১৪ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। লাল বলের ম্যাচ খেলে বাংলাদেশ ছেড়ে যাবে রশিদ খানরা। এরপর ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলে তারা আবার আসবে ঢাকায়।
সূচি অনুযায়ী ঈদ উল আজহার পর আবার বাংলাদেশে এসে ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ। এরপর দুই দল যাবে সিলেটে। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post