স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার সিটি ছাড়ছেন জুলিয়ান আলভারেজ। বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। নতুন গন্তব্য লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ক্লাবের ইতিহাসে রেকর্ড দামেই বিক্রি করেছে সিটি। একটি সূত্র ‘ইএসপিএন’কে জানিয়েছে, আলভারেজকে মাদ্রিদের দলটিতে পাঠানোর বিনিময়ে ৮২ মিলিয়ন পাউন্ড পাচ্ছে সিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ম্যানসিটি ছাড়ছেন জুলিয়ান আলভারেজ, সোমবার নিশ্চিত করেছে ক্লাবটি। নতুন গন্তব্য লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।
আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ক্লাবের ইতিহাসে রেকর্ড দামেই বিক্রি করেছে ম্যানসিটি। একটি সূত্র ‘ইএসপিএন’কে জানিয়েছে, আলভারেজকে অ্যাথলেটিকোতে পাঠানোর বিনিময়ে ৮২ মিলিয়ন পাউন্ড পাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৯২ কোটি টাকা। এদিকে এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানিয়েছে, ‘আর্জেন্টাইন ফরোয়ার্ডের দলবদলের বিষয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তিনি ছয় মৌসুমের জন্য চুক্তি করেছেন।’
আলভারেজের জন্য ট্রান্সফার ফি হিসেবে ৭ কোটি ৫০ লাখ ইউরো দেবে অ্যাথলেটিকো। এ ছাড়া বোনাস হিসেবে দেবে আরও ১ কোটি ইউরো। ২৪ বছর বয়সী আলভারেজকে ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে রিভার প্লেট থেকে দলে নিতে সিটি খরচ করেছিল মাত্র ১ কোটি ৬০ লাখ ইউরো। ২০২২ সালের জানুয়ারিতে সিটিতে নাম লেখানো আলভারেজ দুই মৌসুমে ইতিহাদের ক্লাবটির হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা আলভারেজ এ বছর জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০