প্রার্থনায় ভারতবাসী, যোগ দিলেন মোদীও

0
11

স্পোর্টস ডেস্কঃ রোববার বিশ্বকাপ ফাইনালে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। আহমেদাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সেই ম্যাচে রোহিত শর্মা-বিরাট কোহলিদের জয় কামনায় প্রার্থনায় বসেছেন ভারতবাসী। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দলের সাফল্য চেয়ে প্রার্থনা করেছেন।

ভারত ও অস্ট্রেলিয়া ক্যালেন্ডারের হিসেবে বিশ বছর পর আবার ফাইনাল খেলতে নামছে। দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল তারা। রিকি পন্টিংয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে সেদিন ৩৫৯ রান করে আগে ব্যাট করা অজিরা। জবাবে ২৩৪ রানে থেমে যায় ভারত। অস্ট্রেলিয়া জেতে তাদের তৃতীয় শিরোপা।

এদিকে রোববারের ফাইনালের আগে শনিবার সমগ্র ভারতে প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রার্থনারত বেশির ভাগ মানুষ হিন্দুধর্মাবলম্বী। অনেকে স্থানীয় মন্দিরে গিয়ে, আবার কেউ কেউ নিজ এলাকাতে প্রার্থনা সভার আয়োজন করেন। এ সময় ভারতীয় দলের ছবি, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে অগ্নিপূজা করতে দেখা যায়।

বিধানসভা নির্বাচন সামনে রেখে আজ রাজস্থানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোহিত–কোহলিদের জয় কামনায় মোদি প্রার্থনা করতে যান সেখানকার বীর তেজাজি মন্দিরে। আজ ফাইনাল দেখতে তিনি নিজের নামাঙ্কিত স্টেডিয়ামেও যাবেন। তাঁর সঙ্গে থাকবেন ফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মারলেস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here