স্পোর্টস ডেস্ক:: দুই মৌসুম আগে তাদেরকে নেমে যেতে হয়েছিলো। একসময়ের ঢাকার ফুটবলের দাপুটে ক্লাব ব্রাদার্স ইউনিয়ন আবারো ফিরেছে প্রিমিয়ার লিগে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে শীর্ষ দল হয়েই প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে দলটি।
২০১৯-২০২০ মৌসুমে প্রিমিয়ার লিগ ফুটবল থেকে অবনমন হয় এক সময়ের জনপ্রিয় এবং দাপুটে ক্লাবটির। ৪৫ বছর শীর্ষ লিগে খেলার পর বছর দুই আগে অবনমন হয় তাদের। জাহিদুর রহমান মিলনের কোচিংয়ে এবার চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষে উঠলো দলটি।
মঙ্গলবার চ্যাম্পিয়নশিপে উত্তরা এফসিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এই জয়ে ১৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি। নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই প্রিমিয়ারে উঠে আসে। ব্রাদার্সের সঙ্গী হতে পারে বাফুফের এলিট একাডেমি।
এলিট একাডেমি ৪০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৩৪ পয়েন্ট নিয়ে গোপালগঞ্জ স্পোটিং ক্লাব আছে তৃতীয় স্থানে। লিগে এখনো ক্লাবগুলোর দু’টি করে ম্যাচ আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post