স্পোর্টস ডেস্কঃ অনেকটা অনুমেয়ই ছিল। এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণাও। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এবারের মৌসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্লিং হালান্ড। রেকর্ডময় মৌসুম কাটাচ্ছেন হালান্ড। দলও আধিপত্য দেখিয়ে লিগ শিরোপা জিতেছে ইতিমধ্যেই। এর মধ্যেই নতুন পুরষ্কার পেলেন হালান্ড।
নতুন মৌসুমের আগে হালান্ডকে ৬০ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। নরওয়ের এই ফুটবলার আলো ছড়িয়েই যাচ্ছেন শুরু থেকে এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৩৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে এতো গোল করতে পারেননি আর কোনো ফুটবলার।
স্বাভাবিকভাবে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরষ্কারের রেকর্ড হালান্ডের দখলে যাওয়ার কথা ছিল। এই পুরষ্কার জিততে হালান্ড পেছনে ফেলেছেন সিটির চতুর্থ ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। ২০ ক্লাবের অধিনায়ক, জুরি বোর্ড ও দর্শকের ভোটেই নির্বাচিত হয়েছেন হালান্ড।
এতে করে প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। একে একে দলের হয়ে শিরোপা, সেরা তরুণ খেলোয়াড়ের পুরষ্কার, সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার এবং সবশেষ বর্ষসেরা ফুটবলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post