প্রিমিয়ার লিগে ঈদ বিরতিতে শীর্ষে নাঈম শেখ-পারভেজ রসুল

0
79

স্পোর্টস ডেস্কধধ ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের খেলা শেষ হয়েছে। ঈদ বিরতি পেয়েছেন ক্রিকেটাররা। ঈদুল ফিতরের পর ১ মে থেকে শুরু হবে সুপার লিগ পর্ব। শুরু হবে অবনমন লিগ পর্বও।

রাউন্ড রবিন লিগ শেষে ছয় দল সুপার সিক্স পর্বে খেলবে। নিচে থাকা টেবিলের তিন দল খেলবে অবনমন লিগ। দুই দল নামবে প্রথম বিভাগ লিগে। এক দল টিকে থাকে প্রিমিয়ারে।

প্রিমিয়ারে অংশ নেওয়া দলগুলো ১১টি করে ম্যাচ খেলেছে। তাতে ব্যাট হাতে সবার উপরে আছেন নাঈম শেখ। বল হাতে পারভেজ রসুল।

ব্যাটিংয়ে সেরার স্থান নিয়ে বেশ লড়াই হয়েে নাঈম ও বিজয়ের। শুরুতে রান উৎসবে মেতে উঠা বিজয় শেষের চার ম্যাচে রান পাননি। তাই তাকে টপকে শীর্ষে উঠে নাঈম। ১১ ইনিংসে ৮৯.৮৭ গড়ে তিনি ৭১৯ রান করেছেন।সাত অর্ধশতকের সঙ্গে আছে এক শতক। দুইয়ে থাকা বিজয় সমান ম্যাচে ৬৪৪ রান করেছেন। শেষ চার ম্যাচে বড় রানের দেখা পাননি তিনি।

বোলিংয়ে দুর্দান্ত করছেন পারভেজ রসুল। ১১ ইনিংসে ৪.০৯ ইকোনমিকে ২৩টি উইকেট শিকার করেছেন তিনি। ১৭.৩০ গড়ে বল করেছেন ৯৭.১ ওভার। সমান উইকেট শিকার করলেও গড় ও ইকোনমিকে পিছিয়ে পড়ায় দ্বিতীয় স্থানে আছেন রবিউল ইসলাম। ৫.১৭ গড়ে রবিউলের শিকার ২৩টি উইকেট। ২১.৩৯ গড়ে বল করেছেন ৯৫ ওভার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here