স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের দলের জয়ে গত রাতে গাসমুস হয়লুন জোড়া গোল করেন। তাতে প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে ইউনাইটেড। এবারের প্রিমিয়ার লিগে এই প্রথম টানা চার ম্যাচে জিতল ম্যানচেস্টারের দলটি।
কেনিলওয়ার্থ রোড স্টেডিয়ামের দর্শকেরা কোনো কিছু বুঝে ওঠার আগেই এগিয়ে যায় ইউনাইটেড। কাসেমিরোর লম্বা শটে লুটন ডিফেন্ডার আমিরি বেল শুরুতেই বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে তা পেয়ে যান হয়লুন। কিছু দূর এগিয়ে গিয়ে বাঁ পায়ের জোরালো শটে লুটনের জাল কাঁপান। ম্যাচের বয়স তখন মাত্র ৩৭ সেকেন্ড!
ম্যাচের সপ্তম মিনিটে আবারো বল জালে পাঠায় ইউনাইটেড। এবারও স্কোরার সেই হয়লুন। ডি-বক্সের মুখ থেকে ভলিতে গোল করার চেষ্টা করেন অ্যালেক্সান্দ্রো গারনাচোর। তবে তা নিজের বুক লাগিয়ে গোলটা নিজের করে নেন হয়লুন। প্রিমিয়ার লিগে এই প্রথম কোনো ম্যাচে জোড়া গোল করলেন তিনি। শুধু তাই নয়, প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে জালের দেখা পেয়েছেন এই ডেনিশ স্ট্রাইকার।
জোড়া গোল হজমের পর লুটনও প্রতিপক্ষের চোখে-চোখ রেখে লড়াই করতে থাকে। তাতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। চতুর্দশ মিনিটে গোলও পেয়ে যায় দলটি। কাছ থেকে হেডে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড কার্লটন মরিস। তবে শেষ দিকে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোল হয় নি ম্যাচে। তাতে স্বস্তির জয়ে মাঠ ছাড়ে টেন হাগের দল। লিগে টানা চার আর প্রতিপক্ষের মাঠে টানা তিন জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান আরও মজবুত করল তারা।
মৌসুমের প্রথমভাগে খারাপ সময়ে ঘুরপাক খাওয়া ইউনাইটেড এখন শীর্ষ চার থেকে ৫ পয়েন্ট দূরে। ২৫ ম্যাচে ১৪ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৪। তাদের ওপরে টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৭। আর চার নম্বরে অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯। টেবিলের চূড়ায় লিভারপুলের পয়েন্ট ৫৭। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি, শিরোপাধারীরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post