স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আগের ম্যাচে হোঁচট খাওয়ার পর এবার বড় জয়ের দেখা পেয়েছে বসুন্ধরা কিংস। ফর্টিস এফসিকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ক্লাবটি। রবসন রবিনহো, ডরিয়েলটন জোড়া গোল করেছেন দলের হয়ে।
ঘরের মাঠ কিংস অ্যারেনায় ৩৩তম মিনিটে লিড নেয় বসুন্ধরা কিংস। রবসন মাটি কামড়ানো শটে গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের ভেতরে ফাউলের সুবাধে পেনাল্টি পায় কিংসরা। আর সেখান থেকে দলের ও নিজের জোড়া গোল পূরণ করেন রবসন।
এরপর বিরতি থেকে এসে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন ডরিয়েলটন। ৭০তম মিনিটে এই ডরিয়েলটনই দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন। ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের একেবারে শেষ দিকে ফর্টিসের হয়ে স্বান্তনাসূচক গোল করেন গেইরা জুফ।
১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্র’তে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। অপরদিকে সমান ম্যাচ খেলে ২ জয়, ৬ ড্র ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে ফর্টিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post