প্রিমিয়ার লিগের নতুন ক্লাবে যোগ দিলেন লিঙ্গার্ড

0
20

স্পোর্টস ডেস্কঃ ফ্রি ট্রান্সফারে নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ড। প্রিমিয়ার লিগের নতুন প্রমোট পাওয়া এই ক্লাবের সাথে তিনি চুক্তি করেছেন মাত্র এক বছরের জন্য। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে লিঙ্গার্ডের চুক্তি শেষ হয়ে যায়। এর মাধ্যমে রেড ডেভিলসের হয়ে তার ২২ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটে।

১৯৯৯ সালের পর প্রথমবারের মত প্রিমিয়ার লিগে খেলতে আসা নটিংহ্যামে ১১তম খেলোয়াড় হিসেবে গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে চুক্তিভূক্ত হলেন লিঙ্গার্ড। গত মৌসুমে ২৯ বছর বয়সী এই ফুটবলার ওয়েস্ট হ্যামে ধারে খেলতে গিয়েছিলেন। এ সময় তিনি প্রিমিয়ার লিগে ১৬টি ম্যাচে মূল একাদশে খেলে ৯টি গোল করেছেন।

এদিকে লিভারপুলের ওয়েলস ফুলব্যাক নেকো উইলিয়ামসকে ১৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আগেই দলে নেয় নটিহ্যাম। ২১ বছর বয়সী নেকোর সাথে ক্লাবটির চুক্তি হয়েছে ৪ বছরের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here