স্পোর্টস ডেস্কঃ এবারের মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয়হীন ছিল লিভারপুল। ৩ ম্যাচের দুটিতে ড্র, একটি হার—মাত্র ২ পয়েন্ট অর্জন অ্যানফিল্ডের দলটির। ২০১৫ সালের পর লিভারপুল এত বাজে শুরু আর কোনো মৌসুমেই করেনি। তিন ম্যাচ শেষে লিভারপুলের অবস্থান ছিল ১৬তম। লিগে নিজেদের চতুর্থ ম্যাচে শনিবার এফসি বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামে অলরেডরা।
অ্যানফিল্ডে ৯-০ গোলে জিতেছে লিভারপুল। ফলে ইয়ুর্গেন ক্লপের দল ছুঁয়েছে প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও। এর আগে প্রিমিয়ার লিগে ৯-০ ব্যবধানে জেতার কীর্তি ছিল তিনবার। ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমবার রেকর্ডটি গড়েছিল ১৯৯৫ সালে ইপসউইচের বিপক্ষে। পরে ২০১৯ সালে সাউদাম্পটনের বিপক্ষে ওই রেকর্ড ছুঁয়েছিল ২০১৬ সালের লিগ চ্যাম্পিয়ন লেষ্টার সিটি। আর গত বছর ফেব্রুয়ারিতে আবার সাউদাম্পটনের জালেই ৯-০ গোলের জয়ের উল্লাসে মাতে ইউনাইটেড।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে তৃতীয় মিনিটেই লিভারপুলকে এগিয়ে নেন লুইস দিয়াজ। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করেন হার্ভি এলিয়ট। আলেকজান্ডার আরনল্ড ২৮ এবং বরার্তো ফিরমিনো ৩১তম মিনিটে গোল করেন। বিরতির আগমুহূর্তে স্কোরশিটে নাম লেখান ভার্জিল ভ্যান ডাইক। ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অলরেডরা। ১৯৫৮ সালের পর প্রিমিয়ার লীগে কোনো দলকে প্রথমার্ধে ৫ গোল দিলো তারা।
লিভারপুলের গোলবন্যা বজায় থাকে দ্বিতীয়ার্ধেও। শুরুতেই আত্মঘাতী গোল পায় স্বাগতিকরা। ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো। ৮০তম মিনিটে ফাবিও কারভালহো করেন অষ্টম গোল। আর ৮৫তম মিনিটে লুইস দিয়াজ কফিনে ঠুকে দেন শেষ পেরেকটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০