নিজস্ব প্রতিবেদক: সিলেটর ক্রিকেটার ইমতিয়াজ হোসেন তান্না। কঠীন চাপে পড়েও দমে যাননি। প্রিয় বাবাকে হাসপাতালে রেখে মাঠে লড়াই করেছেন ব্যাট নিয়ে। শাসন করেছেন প্রতিপক্ষের বোলারদের। আম্পায়ারদের বৈরীতার শিকারও হয়েছেন। তবুও থেমেনি তার ব্যাট। দুর্দান্ত খেলেছেন চলতি বছর অনুষ্টিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।
পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত খেললেও বারবার বঞ্চিত থাকতে হচ্ছে তাকে। সবাই আশা করে ছিলেন তান্না জাতীয় দলে সুযোগ পাবেন, সেই সুযোগ হয়নি। এবার বিপিএলেও তাকে উপেক্ষা করলো ফ্র্যাঞ্চাইজিগুলো।
দুর্দান্ত খেলা তান্নার পারফরম্যান্স বিবেচনাই এলো না বিপিএলে অংশ গ্রহণকারী দলগুলোর। তান্নার মত অনেকেই বিপিএলে সুযোগ পেলেও অজানা কারণে বারবার ‘অবহেলিত’ থাকতে হচ্ছে প্রিমিয়ার লিগের এই পারফর্মারকে।
প্রিমিয়ার লিগে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি সবই এসেছেন তান্নার ব্যাট থেকে। নিজ ক্লাব প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের হয়ে খেলেছেন সবগুলো ম্যাচ। করেছেন প্রায় ছয় শতাধিক রান।
চলমান জাতীয় ক্রিকেট লিগে আছেন সিলেট বিভাগীয ক্রিকেট দলে। সিলেট বিভাগীয় ক্রিকেট দলের একাদশেও থাকছেন তিনি। শুরু হওয়া লিগে রানও পাচ্ছেন। এমন পারফর্ম করে বার বার সুযোগ পাওয়াতে সিলেটের ক্রিকেট প্রেমীদের মনে সংশয় দেখা দিয়েছে তবে কি তান্নার গায়ে “অবহেলিত ক্রিকেটা’র তকমাটা লেগে গেলো কিনা?
লিগের এক মৌসুমেই করেছেন দু’টি সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করেছেন তিনটি। নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন একবার। এমন দারুণ পারফর্মের পরও বিপিএলে দর্শকই হয়েই থাকতে হচ্ছে তাকে।
প্রিমিয়ার লিগের সেরা একজন ব্যাটসম্যান তিনি। লিগ চলকালে জাতীয় দলের ব্যাটসম্যানদের সাথে লড়াই করে বেশ কয়েকবার হয়ে ছিলেন লিগের সেরা ব্যাটসম্যান। কিন্তুু এত পারফর্মের পর থাকলেন উপেক্ষিত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০