স্পোর্টস ডেস্কঃ সমাধিক্ষেত্রে ফুটবল কিংবদন্তি পেলে পারিবারিক আয়োজনে সমাহিত করা হয়েছে। এর আগে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে শ্রদ্ধা জানাতে আসেন ভক্তরা। পরবর্তী ২৪ ঘণ্টায় পুরো সান্তোসের মানুষ যেন জড়ো হয়েছিলেন সেখানে। পরে শহরের বিভিন্ন রাস্তায় তিন ঘণ্টার বেশি সময়ের যাত্রা শেষে পেলেকে নিয়ে যাওয়া হয় সমাধিক্ষেত্রে। রাস্তার দুই ধারে অগণিত মানুষ শেষবারের মতো বিদায় জানান পেলেকে।
গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে অন্যলোকে চলে যাওয়া পেলের দুই দিনব্যাপী শেষকৃত্যে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন প্রায় আড়াই লাখ মানুষ। সোমবারই শেষকৃত্যে গিয়ে ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ, কনফেডারেশন অব ব্রাজিলিয়ান ফুটবলের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ। ছিলেন ব্রাজিলের সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়।
সান্তোসের ১৪ তলা ‘নেক্রোপোল একুমেনিকা’ সিমেট্রিতে মঙ্গলবার ফুটবলের রাজাকে সমাহিত করা হয়েছে। যা সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর খুব কাছেই। ১৪০০ ভল্টের এই সমাধিস্থলকে উচ্চতার জন্য ডাকা হয় ‘স্বর্গের খুব কাছাকাছি’। এ সমাধিস্থল থেকে আবার পরিস্কার দেখা যায় সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়াম। ১৪ তলার সবচেয়ে কোনার কবরে সমাহিত করা হয়েছে পেলেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post