স্পোর্টস ডেস্কঃ গেল কয়েকদিন ধরেই গুঞ্জন চলে আসছিল ক্রিকেট পাড়ায়, অবশেষে সেটা চূড়ান্ত হয়ে গেল। অধিনায়কত্ব হারানোর পর এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল থেকেই বাদ পড়েছেন টেম্বা বাভুমা। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি বাভুমার।
এই সিরিজে নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এখন থেক আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। এর আগে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন মার্করাম। সবশেষ এসএ টি-টোয়েন্টির প্রথম আসরে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ইস্টার্ন কেপ। এবার জাতীয় দলের নেতৃত্ব পেলেন।
১৫ সদস্যের দলে সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত আলোচনায় বসলেও, দলে ফিরতে রাজি হননি এই ৩৮ বছর বয়সী তারকা ব্যাটার। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম পেলেও, দুই তারকা পেসার অ্যানরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা খেলবেন টি-টোয়েন্টিতে।
টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেঞ্চুরিয়নে ২৫ ও ২৬ মার্চ হবে প্রথম দুই ম্যাচ। এরপর ২৮ মার্চ জোহানেসবার্গে হবে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি।
উইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি দল
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফরচুন, রেজা হেনড্রিকস, মার্কো জেনসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি ও ত্রিস্টান স্টুবস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post