নিজস্ব প্রতিবেদকঃ শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। শুরুতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে বেশ শঙ্কা দেখা দেয়। তবে পাকিস্তান জাতীয় দলের সিরিজ বাতিল হওয়ায় এবং পিএসএল পিছিয়ে যাওয়ায়, অনেক তারকা ক্রিকেটার পাওয়া যায়।
পাকিস্তান জাতীয় দল ও এর আশেপাশের তারকারা এসে বিদেশি ক্রিকেটারের সেই শূন্যতা পূরণ করে দেন। তবে সেই পাকিস্তানি ক্রিকেটাররা এবার চলে যাচ্ছেন। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে পিএসএলের প্রস্তুতির জন্য ছেড়ে দিতে হয়েছে তাদেরকে। পিসিবি নিজ দেশে ফিরে যেতে বলছে ক্রিকেটারদের।
যার ফলে এক ঝাঁক তারকা ক্রিকেটাররা ইতিমধ্যেই পাকিস্তানে চলে গেছেন। এতে তারকা আর ক্রিকেটার সংকটে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে সেই শঙ্কা কাটিয়ে উঠার চেষ্টায় আছে দলগুলো।আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ টি-টোয়েন্টি শেষের পথে থাকায়, বেশ কিছু তারকা মুখকে দেখা যেতে পারে বিপিএলে সেই গুঞ্জনই চলছিল।
এর মাঝেই চমক দিল ফরচুন বরিশাল। দক্ষিণ আফ্রিকার তারকা ডোয়াইন প্রিটোরিয়াসকে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের বাকি সময়ের জন্য এই প্রোটিয়া ক্রিকেটারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বরিশাল। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৩৩ বছর বয়সে অবসর নিয়েছেন প্রিটোরিয়াস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনযোগ বাড়াতেই এই সিদ্ধান্ত।
এই পেস বোলিং অলরাউন্ডার চলমান এসএ টি-টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলছেন। তবে তার দলের প্লে-অফের খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সেই সুযোগ এবার কাজে লাগাতে যাচ্ছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল দল।
এখন পর্যন্ত ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ২৭ ইনিংসে বল হাতে ৩৫ উইকেট শিকার করেছেন। ইকোনোমি রেট যেখানে ৮.২৮। আর ব্যাট হাতে ১৭ ইনিংসে ২৬১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৬৪.১৫। এছাড়া ১৯১টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৬৫ ইনিংসে বল করে শিকার করেছেন ১৪৮ উইকেট। ৮.৪২ ইকোনোমি রেট। আর ১৫১ ইনিংস ব্যাট হাতে ২৩৫৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৮.২৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা