মাসের সেরা খেলোয়াড় রোনালদো

0
65

স্পোর্টস ডেস্ক:: দুর্দান্ত পারফর্ম করে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদী প্রো লিগে খেলা এই তারকা আল নাসেরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। প্রো লিগের ফেব্রুয়ারি মেসরা খেলোয়াড়ের তাই উঠেছে তার হাতেই।

বিশ্বকাপ ফুটবল চলাকালেই ম্যানচেস্টার ইউনাইটে সম্পর্কের ইতি টানে পর্তুগিজ ফুটবল রাজার সাথে। এরপরই তিনি সৌদী ক্লাব আল নাসেরে যোগ দেন। তারও বেশ কয়েক দিন আগ থেকে ম্যানইউর সাথে তার বনিবনা হচ্ছিলো না। ম্যাচ চলাকালেই ক্ষুব্ধ রোনালদোকে দেখা যেতো। দুই পক্ষের টানাহেঁচড়াও চলে বেশ কিছু দিন।

কাতার বিশ্বকাপ থেকেও বিদায় নেয় রোনালদোর পর্তুগাল। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষেই তিনি সৌদী ক্লাবে যোগ দেন। আল নাসের ক্লাবের হয়ে রীতিমতো উড়ছেন তিনি। একের পর এক গোল করছেন, করছেন হ্যাটট্রিকও। তাই ফেব্রুয়ারি মাসের খেলোয়াড়ের পুরস্কার উঠলো তারই হাতে।

সৌদীতে গিয়ে রীতিমতো গোল বন্যায় ভাসা ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৫০০ গোলের মাইল ফলকও করেছেন। একের পর এক গোল করেই যাচ্ছেন তিনি। ‘বিতর্ক’ ছাপিয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here