স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) প্লে অফ নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। যদিও তাদের পথচলাটা এত সুবিধার ছিল না। ১০ ম্যাচে মাত্র ৪টি জয় পেয়েছে তারা। তবে প্লে অফে দুর্দান্ত ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছে ফ্র্যাঞ্চাইজিটি।
দলটির অধিনায়ক ইউসুফ বলেন, ‘আমরা লিগ পর্বের দুই ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে দুই ম্যাচে ভালো খেলেছি। আমরা তাদের বিপক্ষে আবার খেলবো। কিন্তু এবারের দেখাটা অন্যরকম বাঁচা-মরার লড়াই। আমরা দুর্দান্ত ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি।’
বৃহস্পতিবার রাতে শারজাহ স্টেডিয়ামে এলিমেনেটর ম্যাচে মুখোমুখি হবে দুবাই ও এমিরেটস। যে জিতবে তার সামনে সুযোগ থাকছে ফাইনালে যাওয়ার। হারলেই বাদ আসর থেকে।
নিজ দল নিয়ে পাঠান আরও বলেন, ‘আমাদের ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে। এমিরেটসের বিপক্ষে ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর শানাকা-রাজার ১২২ রানের জুটিতে দল ঘুরে দাঁড়িয়েছে। এটা দলের প্রত্যেক খেলোয়াড়কে আত্মবিশ্বাস জুগিয়েছে। প্রত্যেককে প্রত্যেকের দক্ষতা-যোগ্যতাকে বিশ্বাস করতে হবে, দলের ক্ষমতাকে বিশ্বাস করতে হবে।’
আইএল টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা নিয়ে ক্যাপিটালস অধিনায়কের ভাষ্য, ‘অনেক দারুণ দারুণ খেলোয়াড় টুর্নামেন্টে খেলছে। আরব আমিরাতের অনেক খেলোয়াড় টুর্নামেন্টে খেলছে। এটি আমিরাতের খেলোয়াড়দের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post