স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে হারতে বসেছিল স্পেন। তবে শেষ মূহুর্তের গোলে চেক রিপাবলিকের বিপক্ষে ২-২ গোলের ড্র করে পয়েন্ট নিয়ে ফিরল লুইস এনরিকের দল। রোববার রাতে ম্যাচের শেষ দিকে গোল করে স্প্যানিশদের এক পয়েন্ট এনে দেন ইনিগো মার্টিনেজ। চলতি আসরে এটি স্পেনের দ্বিতীয় ড্র। এর আগে পর্তুগালের বিপক্ষে ম্যাচটিও ড্র হয়েছিল।
সিনোবো স্টেডিয়ামে স্পেনের বিপক্কে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেক। ম্যাচের মাত্র চার মিনিটে জ্যাকুব পেশেকের গোলে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে স্পেনদে সমতায় ফেরান বার্সেলোনার টিনেজার গাভি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। এবার গোল করেন জান কুছতা। তবে ম্যাচের ৯০ মিনিটে চেককে হতাশায় ডুবিয়ে ম্যাচে সমতায় ফেরান মার্টিনেজ। সেই গোলেই হাফ ছেড়ে বাঁচে স্পেন।
দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান ৪ করে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেন। সুইসদের পয়েন্ট শূন্য। নিজেদের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের মাঠে খেলবে স্পেন। একই দিন পর্তুগালের মাঠে লড়বে চেক রিপাবলিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০