ফখর জামানের সেঞ্চুরিতে ১১৯ রানের জয় লাহোরের

0
66

স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সুপার লিগে এবার ফখর জামানের সেঞ্চুরি। তার সেঞ্চুরির দিনে বল হাতে রশিদ খান ৪ উইকেট নিয়েছেন। তাতে ১১৯ রানের বড় ব্যবধানে লাহোর হারিয়েছে ইসলামাবাদকে। পিএসএলের প্রায় প্রতি ম্যাচেই সেঞ্চুরি হচ্ছে। আগের দিন এক ম্যাচেই এসেছিলো দুই সেঞ্চুরি। এবার লাহোর-ইসলামাবাদের ম্যাচেও এলে সেঞ্চুরি।

আগে ব্যাট করা লাহোর ফখর জামানের শতকে ৫ উইকেটে ২২৬ রান তুলে। জবাবে খেলতে নামা ইসলামাবাদ রশিদ খানের বোলিং তোপে পড়ে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায়।

রাওয়াল পিন্ডিতে টস জিতে ব্যাট করতে নামা লাহোর শুরুতেই উইকেট হারায়। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান ওপেনার আব্দুল্লাহ শফিকী। আরেক ওপেনার ফখর জামান ব্যাট হাতে অবিচল থাকেন। দুইশোর বেশি স্ট্রাইক রেটে ৫৭ বলে করেছেন ১১৫ রান। আট চার ও আট ছক্কায় সাজিয়েছেন সেঞ্চুরির ইনিংসটি। ;দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন কামরান গুলাম। ৩২ রান আসে স্যাম বিলিংসের ব্যাট থেকে। ৫ উইকেটে ২২৬ রানে থামে দলটি।

ইসলামাবাদের হয়ে ফজল হক ফারুকী ৩টি উইকেট লাভ করেন।

২২৭ রানের টার্গেটে খেলতে নামা ইসলামাবাদ রশিদ খানের বোলিং তোপে ১৫.১ ওভারে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১৮ রান করে সংগ্রহ করেছেন অ্যালেক্স হেলস ও হাসান আলী। ১৫ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ১২ রান করেছেন শাদাব খান।

লাহোরের হয়ে রশিদ ৪টি, হারিস রউফ ও জামান খান ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here