স্পোর্টস ডেস্ক:: বৃথা গেলো ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরি আর মোহাম্মদ রিজওয়ানের ফিফটি। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে জিতে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি নিউজিল্যান্ড জিতে নিয়েছে দুই উইকেটের ব্যবধানে।
আগে ব্যাট করা পাকিস্তান ফখরের সেঞ্চুরি ও রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে ২৮০ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা নিউজিল্যান্ড গ্রিন ফিলিপস, ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসনের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা হয় উইকেট হারিয়ে। দলের দুই রানেই শুন্য রানে ফিরেন ওপেনার শান মাসুদ। আরেক ওপেনার ফখর জামান দুর্দান্ত ব্যাট করেন। তুলে নেন সেঞ্চুরি। ১২২ বলে ১০১ রান করেন তিনি। দশ চার আর এক ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ৪৫ রান করেন আজহা সালমান।
নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৩টি ও লাকি ফার্গুসেন ২টি করে উইকেট লাভ করেন।
২৮১ রানের টার্গেটে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড তিন তারকার হাফ সেঞ্চুরিতে ৪৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত থাকেন গ্রিন ফিলিপস। ৪২ বলের ইনিংসে চারটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ৫৩ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৬৮টি বলের ইনিংসটি সাজান ২টি বাউন্ডারিতে। ৫২ রান করেন ডেভন কনওয়ে। ৬৫ বলের ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান এই ব্যাটার। ২৫ রান করেন ওপেনার ফিন এলিন।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম ও আজহা সালমান ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post