নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে পাঁচ উইকেট পেয়েছেন সিলেটের রাহাতুল ফেরদৌস জাবেদ। ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্টিত সিলেট-চট্টগ্রামের ম্যাচে দ্বিতীয় ইনিংসে তিনি এই কীর্তি গড়েন।
ফতুল্লা স্টেডিয়ামে সিলেট-চট্টগ্রামের ম্যাচটি ড্র হয়েছে। অবশ্য দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের শেষ উইকেটটি নিতে পারলে ম্যাচটি জিততো পারতো সিলেট। সিলেটের ২৪৩ রানের টার্গেটে চট্টগ্রাম ১৪৬ রানেই ৯ উইকেট হারিয়েছে।
আর এতে বড় ভূমিকা রেখেছেন জাবেদ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে জাবেদ ২৪.৩ ওভার বল করেন। এর মধ্যে ১০টিই ছিলো মেডেন ওভার। ৪৮ রানের বিনিময়ে চট্টগ্রামের পাঁচ জন ব্যাটসম্যানকে তিনি শিকার করেন।
ইনিংসের শুরুতেই চট্টগ্রামের ওপেনার অভিষেক মিত্রকে ৯ রানে সাজঘরে পাঠান জাবেদ। এরপর একে একে মাহবুবুল (৩), মুমিনুল হক (১১), সাঈদ সরকার (৫৮) ও আরিফ (১ রান)’র উইকেট পান তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০