স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুম থেকে লিভারপুলের নেতৃত্ব পেয়েছেন ভার্জিল ফন ডাইক। ২০২৩-২৪ মৌসুমে ক্লাবটির অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ এই ডাচ ডিফেন্ডারকে। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে এই ঘোষণা দেয় লিভারপুল। ফন ডাইকের ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন আরেক ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
২০১৮ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে আসার পর থেকেই নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন ফন ডাইক। ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার এখন তিনিই। অল রেডদের হয়ে এ পর্যন্ত এই ডাচ ডিফেন্ডার খেলেছেন ২২২টি ম্যাচ। গত কয়েক বছরে লিভারপুলের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ৩০ বছর বয়সী ফন ডাইক।
দলের হয়ে সাতটি শিরোপা জয় করেছেন ফন ডাইক। অ্যানফিল্ডের দলটির হয়ে ইতোমধ্যে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ক্যারাবাও কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও এফএ কমিউনিটি শিল্ড শিরোপার স্বাদ পেয়েছেন তিনি।
অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত ফন ডাইক। তিনি বলেন, ‘এটা আমার জন্য, আমার পরিবারের জন্য সত্যিই একটি গর্বের দিন। এটি বিশেষ একটি অনুভূতি এবং এই মুহূর্তে আমি তা বর্ণনা করতে পারব না। তবে এটি এমন কিছু যা আমার জন্য সত্যিই অনেক গর্বের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০