ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম

0
87

স্পোর্টস ডেস্কঃ আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। আজ এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। এর আগে তামিম এক মৌসুম ফরচুন বরিশালে খেলেছিলেন। ২০২০ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বরিশালের হয়ে ৯ ম্যাচ খেলেছিলেন তিনি। ৩২৪ রান করেছিলেন ৪০.৫০ গড়ে।

এদিকে আগামী বিপিএলে তামিমকে চুক্তিবদ্ধ করার প্রসঙ্গে বরিশাল ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘ধন্যবাদ তামিমকে আবারও ফরচুন বরিশালে যোগ দেয়ার জন্য। তিনি আমার পুরনো ও পরীক্ষিত বন্ধু। আমি আশা করি আমারা ২০২৪ সালে একটি ভালো দল গঠন করতে পারব। তামিম তার নেতৃত্ব দেবে।’

এদিকে গত দুই আসর বরিশালের হয়ে খেলা সাকিব আল হাসান বিদায় বলেছেন দলটিকে। সাকিব ফিরেছেন নিজের পুরনো ঠিকানা- রংপুর রাইডার্সে। মূলত তাঁর জায়গায় তারকা ক্রিকেটার হিসেবে তামিমকে দলে ভেড়ায় বরিশাল। এ বছরের বিপিএল মাঠে গড়ানোর তারিখ ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি। যদিও আগে থেকেই ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।

এদিকে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলে তামিম খেলেছিলেন খুলনা টাইগার্সের হয়ে। তবে দলটি বাদ পড়েছিল লিগ পর্ব থেকেই। তারা ছিল পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। তাদের হয়ে ১০ ম্যাচে ৩৩.৫৫ গড় ও ১২২.২৬ স্ট্রাইক রেটে ৩০২ রান করেছিলেন তামিম। আসরটির রান সংগ্রাহকদের তালিকায় তিনি ছিলেন ১১ নম্বরে। তার ব্যাট থেকে এসেছিল দুটি ফিফটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here