ফরাসি ওপেন জিতে রেকর্ড গড়লেন নাদাল

0
12

স্পোর্টস ডেস্কঃ অনেকটাই অনুমেয় ছিল, ফরাসি ওপেনের ফাইনাল হতে যাচ্ছে এক পেশে। শেষ পর্যন্ত হলোও তাই। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা ক্যাসপার রুড পাত্তায়ই পেলেন না কিংবদন্তী রাফায়েল নাদালের কাছে।

রোববার প্যারিসের রোলা গাঁরোয় অনুষ্ঠিত ফাইনালে সরাসরি ৩-০ সেটে রুডকে হারিয়ে শিরোপা জিতেছেন ৩৬ বছর বয়সী স্প্যানিশ তারকা প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জেতার পর, একই ব্যবধানে দ্বিতীয় সেটেও জেতেন তিনি। এরপর তৃতীয় সেটে ৬-০ ব্যবধানে ২৩ বছর বয়সী রুডকে গুঁড়িয়ে দেন নাদাল।

আর এতে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রুডকে। অপরদিকে ১৪তম বারের মতো ফরাসি ওপেন জিতলেন নাদাল। যেটা কিনা টুর্নামেন্টটির ইতিহাসের রেকর্ড। এর আগে ১৩তম বার জিতে এবার, নিজেরটাকেই ছাড়িয়ে গেলেন। এর বাইরে ফরাসি ওপেনের ইতিহাসে নাদালই সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে জিতলেন এই শিরোপা।

এছাড়া ক্যারিয়ারে ২২তম গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি। যেটাও কিনা একটি রেকর্ড। এর আগে পুরুষদের গ্র্যান্ড স্লামে এর চেয়ে বেশি কেউ জিততে পারেনি ইতিহাসে। এতদিন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার সাথে যৌথভাবে ছিলেন সর্বোচ্চ ২১ গ্র্যান্ড স্লামের মালিক। এবার তাদেরকে ছাড়িয়ে এককভাবে সেই জায়গা দখল করলেন।

এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়া ওপেন জয়ের মাধ্যমে ২১তম গ্র্যান্ড স্লাম জিতে সেখানে ভাগ বসান। এবার ফরাসি ওপেন জেতার মাধ্যমে টানা দুই গ্র্যান্ড স্লাম জিতে ছাড়িয়ে গেলেন সবাইকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here