ফরোয়ার্ডদের গোলে লিভারপুলের জয়

0
42

স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে গোল পেয়েছেন দলটির আক্রমণভাগের তিন ফুটবলার। তাতে ৩-১ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে একটি করে গোল করেছেন মোহাম্মদ সালাহ, ডারউইন নুনেজ এবং দিয়েগো জোটা। ওয়েস্ট হামের হয়ে একটি গোল করেছেন জাররোদ বোয়েন।

রোববার ম্যাচের শুরুতে লিড নেয় লিভারপুল। গোল করেন দলটির সেরা তারকা  সালাহ। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধে ওই গোল শোধ করে ম্যাচে ফেরে ওয়েস্ট হাম। ৪২ মিনিটে দলটির হয়ে গোল করেন বোয়েন। দ্বিতীয়ার্ধে গোল করে আবার ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় ইয়ের্গুন ক্লপের দল। দলটির উরুগুইয়ান স্ট্রাইকার নুনেজ ৬০ মিনিটে দলকে ২-১ গোলের লিড এনে দেন।

শেষ দিকে ওয়েস্ট হামের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পর্তুগিজ স্ট্রাইকার জোটা। বদলি নেমে ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন তিনি। এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠলো ক্লপের শিষ্যরা। ৬ ম্যাচের তাদের পয়েন্ট ১৬। অন্যদিকে সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here