স্পোর্টস ডেস্কঃ গুজরাট টাইটান্সের বিপক্ষে জেসন রয়কে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। ইংলিশ এই ওপেনারকে ছাড়া শনিবার মাঠে নেমেছে সাবেক চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে টস হেরে আগে ব্যাট করবে কলকাতা। ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ।
কলকাতা একাদশে রয়ের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। এছাড়া উমেশ যাদবকে একাদশ থেকে বাদ দিয়েছে দলটি। ডানহাতি এই পেসারের পরিবর্তে সুযোগ পেয়েছেন হারশিত রানা। উমেশ কয়েক ম্যাচ খেলেও আস্থার প্রতিদান দিতে পারেন নি। ফলে সুযোগ পেলেন রানা।
এদিকে রয় চোট পেয়েছেন। ফর্মের তুঙ্গে থাকা এই ওপেনার সবশেষ ম্যাচেও পেয়েছিলেন ঝড়ো ফিফটির দেখা। তবে গুজরাট ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেছেন তিনি। ডানহাতি এই ব্যাটারের অনুপস্থিতি ভোগাবে নিতিশ রানার দলকে। রয়ের বদলি হিসেবে ডাক পড়েছে আফগান ব্যাটার গুরবাজের।
কলকাতার অলরাউন্ডার আন্দ্রে রাসেলের আজ ৩৫তম জন্মদিন। দীর্ঘদিন থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন তিনি। এদিকে আইপিএল ক্যারিয়ারে আজ নিজের শততম ম্যাচ খেলতে নেমেছেন গুজরাটের রশিদ খান। দীর্ঘদিন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা আফগান এই স্পিনার গত মৌসুমে নাম লেখান গুজরাটে।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, এন জগদীসান, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ভিসে, শার্দুল ঠাকুর, হারশিত রানা ও বরুণ চক্রবর্তী।
গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, অভিনব মনোহর, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, মোহিত শর্মা, জোশ লিটল ও নূর আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০