নিজস্ব প্রতিবেদকঃ ম্যাচ শুরু হতে বাকি নেই মিনিট পনেরোও। তবুও সিলেট জেলা স্টেডিয়ামে গ্যালারির পুরোটাই প্রায় ফাঁকা পড়ে আছে। অথচ এখানে কিছু সময় পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ।
বাংলাদেশ ও সিশেলস দল মুখোমুখি লড়াইয়ে নামছে ফিফা টায়ার-১’র দুই ম্যাচের আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে। আর সেই ম্যাচটি শুরু হবে বিকাল ৩.৪৫টায়। তবে জামাল ভূঁইয়া, তপু বর্মণদের মতো তারকা ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশের খেলা দেখতে আগ্রহ নেই সমর্থকদের। ৫০ টাকা টিকিটের মূল্য দিয়েও মাঠে আনা যায়নি দর্শক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, গ্যালারিতে খুব বেশি দর্শক নেই। স্টেডিয়ামের এক সাইটে কিছু সংখ্যক দর্শকের উপস্থিতি রয়েছে। অথচ এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজারের আশেপাশে। কিন্তু টেনেটুনে কয়েকশ দর্শক হয়েছে মাঠে এখন পর্যন্ত।
দর্শকদের আগ্রহ না থাকার দুটি কারণ রয়েছে। যার অন্যতম একটি পবিত্র রমজান মাস শুরু হয়েছে। তপ্ত রোদের মাঝে গ্যালারিতে বসে রোজা রেখে খেলা দেখা কঠিনই। এছাড়া আরও একটি কারণ, বাংলাদেশ দলের সাফল্যহীনতা ও অখ্যাত দলের বিপক্ষে খেলা।
ফিফা র্যাঙ্কিংয়ের ১৯৯ নম্বরে থাকা সিশেলসকে চেনে না অনেক ফুটবল সমর্থক। এছাড়া দলটিতে পেশাদার ফুটবল নেই। রাজমিস্ত্রী, জাহাজের তত্ত্বাবধায়কসহ বিভিন্ন পেশা আছে খেলোয়াড়দের। সেসব রেখেই জাতীয় দলের হয়ে খেলেন তারা। তাই সিশেলসকে চেনার উপায় নেই আলাদাভাবেও।
ঠিক এসব কারণেই দর্শক নেই বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ হওয়া স্বত্ত্বেও। তবে বেলা বাড়ার সাথে সাথে, রৌদ্রের তাপ কমবে, আর দর্শক বাড়বে সেটাই প্রত্যাশা স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post