নিজস্ব প্রতিবেদকঃ একদিন পরই সিলেটে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজকে সামনে রেখে দর্শকদের আগ্রহ কম বলেই ধরা হচ্ছে। কারণ, ম্যাচের আগের দিক কাউন্টার ছিল একেবারেই ফাঁকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। লাক্কাতুরার ২২ গজ মানেই দর্শকের ঢল। তবে এই সিরিজের আগে যেন পাল্টে গেছে চিত্র। খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। যার প্রতিফলন পড়েছে কাউন্টারে।
ম্যাচের আগের দিন রোববার শুরু হয়েছে টিকিট বিক্রি। তবে একেবারেই ফাঁকা ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে টিকিট কাউন্টারের অবস্থা। হাতেগোনা কয়েকজন দর্শক নিয়েছেন টিকিট। মাইকিং করেও সাড়া মিলছে না। যা অবাকই করার মতো।
যদিও অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা রয়েছে। এছাড়া রিকাবিবাজারে সিলেট জেলা স্টেডিয়ামে টিকিটের আরও একটি কাউন্টার রয়েছে। তবে সব মিলিয়েও খুব একটা সাড়া মিলছে না। এখনও সময় রয়েছে টিকিট কেনার। তাই দেখার পালা খেলার দিন মাঠ দর্শক ভর্তি হয় কি-না।
এবার সিলেটে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের খেলা। ক্রিকেটারদের ড্রেসিং রুমে পাশে থাকা গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে সর্বোচ্চ দেড় হাজার টাকা করে খরচ করতে হবে দর্শকদের।
দ্বিতল ভবন ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা। ক্লাব হাউজের নিচে থাকা ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। সবচেয়ে কম খরচে খেলা দেখা যাবে গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারিতে। এই দুই জায়গাতেই সর্বনিম্ন ২০০ টাকা দিয়ে সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post