স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের। ফাঁকা থাকা একটি জায়গার জন্য লড়াই করছে স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপে আজ বিকেল তিনটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে বাংলাদেশের জয়ের প্রার্থনায় আছে পাকিস্তানও।
নাজমুল হোসেন শান্তর দল নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের সেমিফাইনালের আশা বেঁচে থাকবে। বাংলাদেশী সমর্থকদের মতোই তাই পাকিস্তানও চাইবে আজ বাংলাদেশ জিতুক। ঘরের মাঠে টুর্নামেন্টটির সেমিফাইনাল যে খেলতে চায় মোহাম্মদ রিজওয়ানের দল। তবে শুধু বাংলাদেশ জিতলেই হবে না, জঠীল সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে। কাগজে–কলমে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথ আছে, তবে সেক্ষেত্রে অনেক কিছুর হিসেবও আছে। তবে আপাতত বাংলাদেশের জয়টাই বড় পাকিস্তানের কাছে।
আজ বাংলাদেশ জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালের আশা টিকে থাকবে পাকিস্তানেরও। গ্রুপের শেষ ম্যাচে গিয়ে তখন সমীকরণ মিলবে কে যাবে শেষ চারে। শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ।নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারায়, তাহলে সেমিফাইনাল খেলবে রিজওয়ানের দল।
অন্যদিকে নিউজিল্যান্ডকে ভারত হারালে এবং বাংলাদেশ পাকিস্তানকে হারালে সেমিফাইনাল খেলবে টাইগাররা। আবার নিউজিল্যান্ড যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়, সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড।
আবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড জিতে গেলে সমীকরণ আরো জঠীল হবে। তার আগে বাংলাদেশকে আজ জিততে হবে। টাইগাররা আজ জিতলে নিউজিল্যান্ডের সঙ্গে তাদেরও পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকা দল খেলবে শেষ চার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০