নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে টস হেরেছে সিলেট স্ট্রাইকার্স। টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম কোয়ালিফায়ারেও টস হেরে ছিলো সিলেট স্ট্রাইকার্স। ইমরুল কায়েস টস জিতে সেবার আগে ফিল্ডিং নিয়ে সিলেটকে মাত্র ১২৬ রানে অলআউ করে ম্যাচ জিতে নেয়।
দ্বিতীয় কোয়ালিফায়ারেও রংপুর রাইডার্সের অধিনায়ক সোহানের কাছে টস হারেন মাশরাফী। ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে তার দল সিলেট স্ট্রাইকার্স।
এবার ফাইনালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে টস হেরেছে সিলেট স্ট্রাইকার্স। টস হেরে আগে ব্যাট করতে হবে মাশরাফীর দলকে।
শিরোপার লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্স একাদশে কোনো পরিবর্তন আনেনি। কুমিল্লা ফাইনাল একাদশ অপরবর্তিত রেখেছে। সিলেট প্রথমবার খেলছে বিপিএলের ফাইনাল। ভিক্টোরিয়ান্সরা সাবেক চ্যাম্পিয়ন।
সিলেট স্ট্রাইকার্স একাদশ:: মাশরাফী বিন মোর্ত্তজা, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড ও রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:: ইমরুল কায়েস, লিটন দাস, সুনিল নারাইন, জনসন চার্লস, মোসাদ্দেক হোসেন, মঈন আলী, জাকের আলী অনীক, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post